তমলুক: শুভেন্দুর গড়ে সাংসদ অভিজিতের কর্মসূচির পূর্বে নিখোঁজ পোস্টার, নন্দীগ্রামে রাজনৈতিক চাপানোতর,গোষ্ঠী কোন্দলের তকমা তৃণমূলে
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর বিধানসভা ক্ষেত্র। এই নন্দীগ্রামে তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির তিনটি কর্মসূচি রয়েছে। তার পূর্বে তাঁর নামে নিখোঁজ পোষ্টার ঘিরে নন্দীগ্রামে তৃণমূল BJPর রাজনৈতিক চাপানোতর। তৃণমূল নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেক সামসুল ইসলাম BJP গোষ্ঠী কোন্দল বলে বলেন এটা শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিজিৎ গাঙ্গুলির ঠান্ডা লড়াই চলছে তাই এটা শুভেন্দু অনুগামীদের হতে পারে।অপর দিকে BJP মন্ডল সভাপতি সুদীপ দাস নিখোঁজ পোস্টার প্রস