গঙ্গাজলঘাটি: দুর্লভপুর শ্রমিক ভবনের কালী পুজোর ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন রাজ্য INTTUC সভাপতি তথা সাংসদ
বাঁকুড়া জেলা INTTUC উদ্যোগে আয়োজিত দুর্লভপুর শ্রমিক সংগঠন অফিসে কালী পূজার ফিতে কেটে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোনে উপস্থিত ছিলেন রাজ্য INTTUC সভাপতি তথা সংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ,সংসদ অরুপ চক্রবর্তী, চেয়ারপারসন বাঁকুড়া পৌরসভা অলকা সেন মজুমদার, বড়জোড়া তৃণমূল বিধায়ক অলোক মুখার্জী বাঁকুড়া জেলার সাংগঠনিক সভাপতি তারাশঙ্কর রায়