শীতলকুচি: শীতলকুচি বিধানসভার ৬ নং মন্ডলের পূর্ণাঙ্গ মন্ডল কমিটি ঘোষিত হল
সোমবার শীতলকুচি বিধানসভার বিজেপির ৬ নং মন্ডল সভাপতি শ্রী পুলিন চন্দ্র বর্মণ তার নিজ বাসভবন থেকে শীতলকুচি বিধানসভার ৬ নং মন্ডলের পূর্ণাঙ্গ মন্ডল পদাধিকারী কমিটি ঘোষণা করেন । এই ৬ নং মণ্ডল কমিটির পূর্ণাঙ্গ কমিটিতে মোট 16 জন সদস্য কে নিয়ে এই কমিটি গঠন হয় । জেনারেল সেক্রেটারি সুবোধ বর্মন এবং সম্পাদক দেবাশীষ বর্মন সহ আরো অনেকে দায়িত্ব পেলেন।