পাড়া: পাড়া থানার কাঁকডিহা গ্রামে এক ব্যক্তির খেত থেকে কেটে আনা ধানের গাদায় আগুন লেগে ব্যাপক চাঞ্চল্য
Para, Purulia | Nov 25, 2025 পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত কাঁকডিহা গ্রামে এক ব্যক্তির ধানের গাদায় আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হলো। পুলিশ সূত্রে জানা গেছে ব্যাক্তির নাম মদন রাজোয়াড় বাড়ি পাড়া থানার কাঁকডিহা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুর প্রায় তিনটে নাগাদ মদন বাবুর খামারে রাখা কয়েকদিন আগেই কেটে আনা ধানের গাদায় আগুন লেগে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে