ইসলামপুর ব্লকের বিভিন্ন এলাকায় দলঞ্চা নদীর বালি, মাটি ও পাথর দিনের আলোতে পাচার হয়ে যাচ্ছে? নিরব প্রশাসন। বালি মাফিয়ারা প্রতিদিন দলঞ্চা নদীর কয়েকটি জায়গায় পুলিশ প্রশাসনের নাকের ডগায় দিনের আলোতে বালি ও মাটি পাচার করছে। মঙ্গলবার সকালে এমনিই চিত্র ধরা পরে আমাদের ক্যামেরায়।এদিন ডাঙাপাড়া দলঞ্চা নদীর বালি ও মাটি পাচার করছে বালি মাফিয়ারা।এলাকার মানুষ প্রানের ভয়ে আমাদের ক্যামার সামনে কিছু বলছে না।স্থানীয় সূত্রে জানাগিয়েছে ইসলামপুর ব্লকের ডাঙাপাড়া,গোবিন্দপুর,রামগঞ্