সিঙ্গুর: হুগলির চন্দননগরে বিখ্যাত বোড় পঞ্চানন তলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির এ বছরের থিম 'কল্পোদান Garden Of Imagination'
Singur, Hooghly | Oct 30, 2025 হুগলির চন্দননগরে বিখ্যাত বোড় পঞ্চানন তলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির এ বছরের থিম ' কল্পোদান Garden Of Imagination'। বৃহস্পতিবার হাজার হাজার মানুষের সমাগম লক্ষ্য করা যাচ্ছে এই অভিনব থিম দেখতে। এ বছর তাদের পূজা ৫২ তম বর্ষে পদার্পণ করল। এক দর্শনার্থী জানান 'মন্ডপে অভিনবত্বের ছোঁয়ার পাশাপাশি মায়ের প্রতিমা সকলের নজর কেড়েছেন'