দীঘা পর্যটকদের জন্য সুখবর দিল ভারতের শেষে স্পেশাল লোকাল ট্রেনের সময়সীমা বাড়ালো রেল দপ্তর আগামী ১৫ই জানুয়ারি পর্যন্ত স্পেশাল ট্রেনটি চলবে বলে জানা গিয়েছে |০৮১১৭ অফ ট্রেন প্রতিদিন সকাল সাতটা থেকে পাঁশকুড়া থেকে ছেড়ে ৯টা কুড়িতে দীঘাতে পৌঁছাবে আর ০৮১১৮ ডাউন ট্রেনটির সকাল ৯:৩০ মিনিট এ দীঘা থেকে ছেড়ে সকাল ১১:৫০ মিনিটে পাঁশকুড়াতে পৌঁছাবে। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এই স্পেশাল ট্রেনটি চালু করা হলো নিয়মিত ট্রেনটি চালানো ব্যবস্থা করেনি রেল দপ্তর।