পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে রক্ত সংকট। রক্তের জন্য দুদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে পরিবারকে। বেশ কিছুদিন ধরেই পুরুলিয়ায় রক্তদান শিবির হয়নি ফলে রক্তের সংকট দেখা দিয়েছে পুরুলিয়া সদর হাসপাতালে কি বললেন রোগীর এক আত্মীয়।
পুরুলিয়া ২: পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে রক্তের সংকট দুদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে মানুষকে রক্তের জন্য - Purulia 2 News