রানাঘাট ২: খারাপ আবহাওয়া,হেলিকপ্টার না নামতে পারায় তাহেরপুর আসলেন না প্রধানমন্ত্রী, করলেন ভার্চুয়াল সভা,হতাশ বিজেপি নেতা কর্মীরা
আবহাওয়া খারাপ, হেলিকপ্টার নামতে নাপারায় তাহেরপুরে, ভার্চুয়াল সভা করার ভাবনা প্রধানমন্ত্রীর। সূত্রের খবর, শনিবার তাহেরপুরে সভা করতে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই মতন প্রস্তুতি ছিল তুঙ্গে,সকাল থেকেই বিজেপি কর্মী সমর্থকদের ভিড় বাড়ছিল সভাস্থলে। কিন্তু সকাল থেকে কুয়াশা বেশী থাকায় এদিন প্রধানমন্ন্ত্রীর হেলিকপ্টার নামতে পারেনি তাহেরপুরে। পরে সড়ক পথে আসার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তাহেরপুর না এসে ভার্চুয়াল সভা করার কথা জানানো হয় প্রধানমন্ত্রীর দপ