তমলুক: একাধিক দাবিকে সামনে রেখে রক্ত বর্ণিত দলীয় পতাকা ও শহীদ স্মরনের মধ্য দিয়ে বীরবন্দরে আজ তৃতীয় ব্লক সম্মেলন করলো AIARWU
সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমিক ইউনিয়নের খেজুরি ১ ব্লকের বীরবন্দর গ্রাম পঞ্চায়েতের সুকুমার সেনগুপ্ত ভবনের সম্মুখে রক্ত বর্ণিত দলীয় পতাকা উত্তোলন ও শহীদ স্মরণের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। দীর্ঘদিনের বর্ষিয়ান নেতা নিরাপদ দাস পতাকা উত্তোলন করেন।অতনু রায়, অনাদি নন্দন দাস,আভা বেরা কে নিয়ে গঠিত সভাপতি মন্ডলী সম্মেলন পরিচালনা করেন।উদ্বোধন করেন জেলা সম্পাদক হিমাংশু দাস। ৬ টি গ্রাম পঞ্চায়েত থেকে ৯৫ জন প্রতিনিধিদের মধ্যে থেকে ৬ জন আলোচনায় অংশগ্রহণ