রঘুনাথপুর ২: রঘুনাথপুর ২ব্লকের নতুন সভাপতি হলেন মুক্তার আনসারি,বিজেপির মৌতড়ের সভা নিয়ে কটাক্ষ,জয় শ্রীরাম বললে পেট ভরবে?
রবিবার সকাল থেকে প্রায় সারাদিন ধরেই পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের অন্তর্গত ভোজুডি কোল ওয়াসারির শ্রমিক ইউনিয়নের অফিসে কমরেড বাসুদেব আচারিয়া নগর ও বনানী দাস মঞ্চে অনুষ্ঠিত হল নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৩য় রঘুনাথপুর ২ব্লক কমিটির সম্মেলন ।উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মনোরঞ্জন মাহাত,স্বপন মুখার্জী,শেখ জাহাঙ্গীর,দীপক মাহাত, আশিস চক্রবর্তী,প্রবোধ ব্যানার্জী,ফটিক বাউরি,ধনঞ্জয় বাউরি,কে বি পাসোয়ান সহ অন্যান্যরা।