কলকাতায় তৃণমূল কংগ্রেসের সহযোগী সংস্থা iPac এর অফিসে এবং ipac এর মালিক প্রতীক জেনের বাড়িতে ইডির হানা। এই ঘটনার প্রতিবাদে মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিল জেলা তৃণমূলের। আজ বুধবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ মেদিনীপুর শহরে জেলা তৃণমূলের কার্যালয়ের বাইরে থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। শহরের বটতলাচক পর্যন্ত রাস্তা পরিক্রমা করে ফের বটতলা থেকে জেলা কার্যালয় পর্যন্ত ফিরে আসে এই মিছিল।