কর্নজোড়ায় SIR এর খসড়া ভোটার তালিকা সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে তুলে দিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা। এই বিষয়ে মঙ্গলবার বিকালে জেলা শাসকের কার্যালয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়৷ সেই বৈঠক থেকে বাইরে বেড়িয়ে এদিন বিকালে কংগ্রেস নেতা লিয়াকত আলী বলেন, আমরা শুধু খসড়া তালিকাই পেলাম, জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক সুরেন্দ্র কুমার মীনা আমাদের জানিয়েছেন হেয়ারিং বা নাম বাদের তথ্য নির্বাচন কমিশন থেকে পাওয়ার পর জানানো হবে।