জামবনি: চিল্কীগড়ে ভ্রাম্যমাণ চিকিৎসা যানের উদ্বোধন করলেন বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা
চিল্কীগড়ে ভ্রাম্যমাণ চিকিৎসা যানের উদ্বোধন করলেন বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা। সোমবার দুপুর নাগাদ জাম্বনি ব্লকের চিল্কীগড়ে গ্ৰামীন হাসপাতাল প্রাঙ্গণে ফিতা কেটে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র গাড়ির শুভ উদ্বোধন করেন বিধায়ক। জানা গেছে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার মানুষের দুয়ারে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতেই এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র গাড়ির উদ্বোধন করা হয়। ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রগুলোতে U,S,G, E,C,G রক্তের বিভিন্ন পরীক্ষার পাশাপাশি অভিজ্ঞ চিকিৎ