ইসলামপুর: এসআইআর-এর অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চোপড়ার এক বিএলও
এসআইআর-এর অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চোপড়ার এক বিএলও হাসপাতালের শয্যাতেই চলেছে ফর্ম আপলোডের কাজ এসআইআর সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপে শারীরিকভাবে ভেঙে পড়লেন ও অসুস্থ হলেন চোপড়া ব্লকের এক বুথ লেভেল অফিসার। চোপড়া ব্লকের জাগিরবস্তি এলাকার ১৮৮ নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত মুস্তফা কামাল নামে ওই কর্মী বর্তমানে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি। হাসপাতালের বিছানাতেই তিনি এনুমারেশন ফর্ম আপলোড করছেন। মুস্তফা কামাল জানান, ইতিমধ্যেই তিনি প্রায় ন’শোরও