এস আই আর আতঙ্কে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা! মৃতের বাড়িতে কোচবিহারের সাংসদ, চাঞ্চল্য ফলিমারিতে। মঙ্গলবার দুপুর ১.৩০ মিনিট ফলিমারী এলাকায় মৃত সুভাষ বর্মনের বাড়িতে আসেন সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। এদিন তার সাথে জেলা পরিষদের কর্মধক্ষ্য নুর আলম হোসেন উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, এদিন ভোররাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সুভাষ বর্মন নামে এক ব্যক্তি। জ