এস আই আর এর শুনানিতে সোমবার বেলা 12 টা নাগাদমাথাভাঙা মহকুমা শাসকের দফতরে আসেন মাথাভাঙা 5,6,9, ও 11 নং ওয়ার্ডের বিভিন্ন নাগরিকরা। এদিন তাদের বিভিন্ন কাগজ পত্র জমা দেন। তবে এদিন নাগরিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিন সেখানে আসেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের চেয়ারম্যান পার্থ প্রোটিন রায়। এদিন বিভিন্নানুষের। সাথে কথা বলেন। তিনি জানান নির্বাচন কমিশন বিভিন্ন মানুষ কে হয়রানি করছে বলে অভিযোগ।