ফের ভয়াবহ দুর্ঘটনা দত্তপুকুরে, গুরুতর যখম একাধিক স্থানীয় সূত্রে জানা যায় বুধবার বিকেল আনুমানিক সারে চারটা নাগাদ দত্তপুকুর নরসিংহপুর কালাচাঁদপাড়া মোড় এলাকায় ৩৫ নম্বর জাতীয় সড়কে দত্তপুকুর এর দিক থেকে বারাসাতের দিকে দ্রুতগতিতে ছুটে যাওয়া এটিএম এর টাকা বোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় অপর দিক থেকে আসা যাত্রীবাহী অটোর, দুর্ঘটনায় গুরুতর জখম হয় অটোতে থাকা অটো চালকসহ যাত্রীরা, ঘটনা নজর আসতেই তড়িঘড়ি ছুটে আসনে স্থানীয় মানুষ ও দত্তপুকুর থানা এবং দত্