ভর্তুকিতে ট্রাক্টর, পাওয়ার টিলার সম্বন্ধে বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ নিজের দপ্তরে বসে বিস্তারিত জানালেন বারাসত ২ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শেখর সাই।উল্লেখ থাকে আধুনিক কৃষি যন্ত্রপাতি কিনতে চাষীদের ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার।ব্লক অফিস থেকে ট্রাক্টর, পাওয়ার টিলার,সহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জাম কিনছে রাজ্য সরকার। কি বললেন বিডিও শেখর সাই শুনুন।