তুফানগঞ্জ ১: তুফানগঞ্জ মহকুমায় নির্বিঘ্নে সম্পন্ন হল রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা, ৩৬ টি ভেনুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়
রবিবার ছিল রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা। দুপুর ১২.০০ টা থেকে শুরু হয়ে ১:০০ টায় শেষ হয়ে পরীক্ষা। নিয়ম অনুযায়ী সাড়ে দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। সারা রাজ্যের পাশাপাশি কোচবিহারের তুফানগঞ্জ মহকুমায় নির্বিঘ্নে সম্পন্ন হয় এই পরীক্ষা। প্রশাসন সূত্রে জানা যায় তুফানগঞ্জ মহকুমায় মোট ৩৬ টি ভেনুতে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এবং মোট পরীক্ষার্থী প্রায় সাত হাজারের মতো।