চাহিদার তুলনায় যোগান অর্ধেকেরও কম।টানাটানি করে চলছে পুরসভা।এবারে আয় বাড়াতে কমিটি গড়লো তৃণমূল পরিচালিত পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভা।সূত্রের খবর হোল্ডিং ট্যাক্স দেখভাল করা।বাড়ির নকশা অনুমোদন ও ট্রেড লাইসেন্স।এই তিন বিষয় নিয়েই তিনটি পৃথক কমিটি গড়া হয়েছে।পুরসভা সূত্রের খবর এই কমিটিগুলি হোল্ডিং,বাড়ির নকশা (বিল্ডিং প্ল্যান) ও ট্রেড লাইসেন্স এর বিষয়গুলি নিয়ে দেখভাল করবে।রঘুনাথপুর পুরসভায় বরাবরই আয়ের চাইতে ব্যয়ে অনেকটাই বেশি।