নদীয়া জেলা প্রশাসনের সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে নেশা মুক্ত ভারত গড়তে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার কালীগঞ্জের দেবগ্রামে দেবগ্রাম বিডিও অফিসের সভাকক্ষে বিশেষ সচেতনতা শিবির করা হলো। আজ সচেতন হও আগামীর কালিগঞ্জ ব্লক কে রক্ষা করো মাদক ছাড়ো স্বপ্ন ধরো এই অঙ্গীকার নিয়েই এদিন এই সচেতনতা শিবির করা হয়। নেশা মুক্ত ভারত ২০২৫ ২৬ এর এই বিশেষ সচেতনতা শিবিরের উপস্থিত ছিলেন কালিগঞ্জ ৫০ সমিতির সভাপতি শেফালী খাতুনসহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।