মঙ্গলবার ভোর সাড়ে চারটায় ৬০ নম্বর জাতীয় সড়কের তপসী রেলগেটের সামনে কয়লা বোঝায় একটি ডাম্পারে হঠাৎ আগুন লাগে। গাড়ির চাকার স্প্রিং ভেঙে শর্ট সার্কিট হওয়াতেই আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। চালক কোনওরকমে নেমে বাঁচলেও কেবিন পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কেন্দা ফাঁড়ির পুলিশ ও রানীগঞ্জ দমকলের ইঞ্জিন দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে ডাম্পারের পিছনে থাকা কয়লার স্তুপ রক্ষা পায়। ঘটনায় জাতীয় সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।