চলাফেরায় অক্ষম প্রবীণ, ৮৫ ঊর্ধদের বাড়িতে গিয়ে শুনানি নিল নির্বাচন সেল। শুক্রবার দুপুর ৩ টে নাগাদ মালদার চাচোল ১ নং ব্লকের অন্তর্গত মাস্তি পাড়া সহ একাধিক এলাকায় পৌঁছে যান চাচলে ১ নং ব্লক নির্বাচন সেলের প্রতিনিধি দল। কমিশনের নির্দেশে নির্বাচন সেলের একটি দল সরাসরি বয়স্ক ভোটারদের বাড়িতে গিয়ে শুনানি গ্রহণ করে। সেখানেই বৃদ্ধ,বৃদ্ধাদের বক্তব্য শোনা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।নাগরিক অধিকার নিশ্চিত করতেই নির্বাচন কমিশনের এই মানবিক উদ্যোগ