সরকারি পরিষেবার নামে চরম অব্যবস্থার ছবি ধরা পড়ল কৃষ্ণনগরের এস আই আর (SIR) হিয়ারিং ক্যাম্পে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকা বহু বৃদ্ধ ও বৃদ্ধা নাগরিকদের জন্য বসার কোনও স্থায়ী ব্যবস্থাই ছিল না ক্যাম্প চত্বরে। ফলে বাধ্য হয়ে নিজের পকেটের টাকা খরচ করে বাইরে থেকে চেয়ার ভাড়া করে এনে বসতে হল বয়স্ক মানুষদের।এদিন হিয়ারিং ক্যাম্পে দেখা যায়, বহু প্রবীণ নাগরিক সকাল থেকেই শীতের মধ্যে লাইনে দাঁড়িয়ে রয়েছেন।