গন্তব্যে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো এবং বাইকের ধাক্কার ঘটনা ঘটলো পুরুলিয়া রাঁচি সড়কে কোটশিলা থানার দঙ্গল এলাকায় । আজ সন্ধ্যার ঘটনা । আহত দুজন বাইক আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যান ।
ঝালদা ২: কোটশীলা থানার দঙ্গল এলাকায় বাইক ও টোটোর ধাক্কায় আহত ২ - Jhalda 2 News