বালুরঘাট: গৃহবধূর অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের গৌড়ীয় মঠ এলাকায়, অভিযুক্তের পুলিশ হেফাজতের নির্দেশ
এক গৃহবধূর হার ছিনতাইয়ের চেষ্টা এবং মারধরের অভিযোগে গ্রেফতার এক টোটোচালক। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের গৌড়ীয় মঠ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে এক গৃহবধূ বাড়ি ফেরার পথে অভিযুক্ত টোটোচালক তাঁর হার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে গৃহবধূর উপর চড়াও হয় সে এবং তাঁকে মারধর করে বলে অভিযোগ।