মন্তেশ্বর থানার জামনা গ্রামে বিষ খেয়ে আত্মঘাতী পড়ুয়া। মৃতের নাম অপর্ণা বায়েন (১৮) মৃতের পরিবার সূত্রে জানা গেছে সে জামনা হাইস্কুলের ছাত্রী ছিল গত বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতো সে। গত শনিবার বাড়িতে কেউ না থাকার সুবাদে সে চাষের কাজের বিষ পান করে ফেলে। বিষ খাওয়ার কথা জানতে পেরে তাকে প্রথম মন্তেশ্বর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে Bmch এ নিয়ে আসা হলে গতকাল রাতে তার মৃত্যু হয়