ইতিহাসকে স্মরণ করে পলাশীর যুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এবার উদ্যোগ নিল নদীয়ার কালীগঞ্জের পলাশী মীরা ফাঁড়ির ইনচার্জ হাফিজুল ইসলাম। ১৭৫৭ সালের ২৩ শে জুন পলাশীর যুদ্ধে নিহত হন নবাবের তিন বীর সেনাপতি বক্সি মীর মদন, বাহাদুর আলী খান এবং নওয়ায় সিংহ হাজারী। পলাশীর প্রান্তরে তাদের স্মৃতিসৌধ এতদিন অবহেলায় অযত্নে পড়েছিল। ভগ্ন প্রায় এই স্মৃতি সৌধ ঠোঁপে ঝাড়ে ভর্তি ছিল। সেই স্থান সহ পলাশী মনুমেন্ট চত্বর পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নিল মীরা ফাঁড়ি।