সোমবার একযোগে বেশ কয়েক হাজার বৈষ্ণব ভক্তের কন্ঠে গীতা পাঠ ও শান্তি মহাযজ্ঞের মধ্যে দিয়ে সমাপ্ত মায়াপুর ইসকন চন্দ্রদ্বয় মন্দিরে ৭ দিন ব্যাপী ২৯ তম ভক্তিবেদান্ত গীতা একাডেমী পরিচালিত গীতা জয়ন্তী মহোৎসব,বিগত বছরের ন্যায় এ বছরও গত ২৫ নভেম্বর মঙ্গলবার মায়াপুর ইসকনে সূচনা হয়েছিল গীতা জয়ন্তী মহোৎসব,সোমবার গীতা জয়ন্তী মহোৎসবের সমাপ্তি দিনে শুরু হয় দেশ বিদেশ থেকে আসা প্রায় পাঁচ হাজার ভক্ত সমাগমে গীতা পাঠ ও শান্তি মহাযজ্ঞ।