পান্ডুয়া: এস আই আর অপরিকল্পিত একটি প্রয়াস, নির্বাচন কমিশন এবং বিজেপি-র ষড়যন্ত্র, পান্ডুয়ায় বললেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস
Pandua, Hooghly | Nov 27, 2025 এস আই আর অপরিকল্পিত একটি প্রয়াস, নির্বাচন কমিশন এবং বিজেপি ষড়যন্ত্র করে বাংলার মানুষের ভোটাধিকার কারার চেষ্টা করছে এস আই আর এর মাধ্যমে পান্ডুয়ায় বললেন অরূপ। আজ বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ ব্লক তৃণমূল সুত্রে জানা যায় এদিন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এস আই আর সংক্রান্ত বিষয় নিয়ে পর্যালোচনারবৈঠক করেন পান্ডুয়া বিধানসভা তৃণমূলের নেতৃত্ব দেন নিয়ে পান্ডুয়ার বিধায়ক কা্যালয়ে,,