মেদিনীপুর: জেলাতে নতুন পুলিশ সুপারের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারও , বড় পরিবর্তন ডিআইজি পদেও
পশ্চিম মেদিনীপুর জেলাতে ডিআইজি থেকে শুরু করে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদে পরিবর্তন ঘটানো হলো বৃহস্পতিবার বিকেলে। রাজ্যস্তরিও নোটিফিকেশনে বিশদ উল্লেখ করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরে নতুন পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী আইপিএস, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার হচ্ছেন সৌতম ব্যানার্জি। বর্তমান পুলিশ সুপার ধৃতিমান সরকার যাচ্ছেন রাজ্যের এসএস-আইবি পদে।