পূর্বস্থলী ১: স্বনির্ভরতার লক্ষ্যে জাহাননগর পঞ্চায়েত এলাকায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে মুরগির ছানা প্রদান কর্মসূচি
পূর্বস্থলী ১ ব্লক প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে মুরগির ছানা বিতরণ করা হয় বুধবার।উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ দপ্তরের আধিকারিক গুরুপদ মান্ডি, পঞ্চায়েত সমিতির সদস্যা যশোদা মন্ডল সহ আরো অনেকে. বুধবার বেলা একটা নাগাদ পূর্বস্থলী ১ নম্বর ব্লকের প্রাণিসম্পদ দপ্তরের আধিকারিক গুরুপদ মান্ডি, তিনি বলেন জাহাননগর পঞ্চায়েতে ৩৪০ জন উপভোক্তাকে দশটা করে মুরগির ছানা দেয়া হলো,এটি RIR প্রজাতির মুরগির ছানা । এরা বছরে 240 থেকে 250 টি ডিম দেয়।