তুফানগঞ্জ ১: দ্বিতীয় খন্ড ছাট চিলাখানা এলাকা থেকে একটি বিলুপ্তপ্রায় শকুনকে উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দিলে স্থানীয়রা
মঙ্গলবার খবর পেয়ে বন বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের হাতে বিলুপ্তপ্রায় শকুনটিকে তুলে দেন স্থানীয়রা। শকুন দিকে রাজাভাত খাওয়া বনাঞ্চলে ছাড়া হবে বলে বন বিভাগ সূত্রে খবর। স্থানীয়রা জানান মঙ্গলবার সকালে শকুনটিকে ওই এলাকায় দেখতে পান তারা এরপরে খবর দেন পুলিশ এবং বনদপ্তরে ।কর্মীরা এসে সুকুনটিকে নিয়ে যায়।