পাড়ায় সমাধান প্রকল্প থেকে লটপদা গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ৬৭ টি সোলার লাইট লাগানো হয়েছে বিভিন্ন গ্রামে। অন্ধকারে ঢাকা গ্রামগুলিতে রাত্রে জ্বলছে সোলার লাইট। পূরণ হয়েছে জনসাধারণের চাহিদা মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন লটপদা গ্রাম পঞ্চায়েত প্রধান গদাধর মাহাতো। রাস্তায় আলো পেয়ে খুশি হয়েছেন এলাকাবাসীও।