বর্ধমান সদর স্বর্ণ শিল্পী ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে সমস্ত দোকানপাট ও ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখা হল এদিন। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৬৩ সালের ৯ জানুয়ারি তৎকালীন কেন্দ্রীয় সরকারের প্রবর্তিত ‘গোল্ড কন্ট্রোল অ্যাক্ট’ বা স্বর্ণ নিয়ন্ত্রণ আইনের প্রতিবাদে দেশজুড়ে স্বর্ণ শিল্পী ও ব্যবসায়ীরা আন্দোলনে নামেন।সেই আন্দোলনে প্রায় ৩০০ জন স্বর্ণ শিল্পী হাতের কাজ হারিয়ে অনেকে আত্মহত্ওযা করেন। আন্দোলন প্রতিহত করতে পুলিশের গুলিতে ও চরম দুর্দশার শিকার হয়।