খাতড়া: জলডোবরা নাগরিক কল্যাণ মঞ্চের উদ্যোগে দ্বিতীয় বর্ষে দুর্গা মেলা প্রাঙ্গণে ১৩০ জন অসহায় মানুষকে কম্বল বিতরন করা হল
জলডোবরা নাগরিক কল্যাণ মঞ্চের উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো জলডোবরা দুর্গা মেলা প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন দুইজন বিশিষ্ট ডাক্তার ডক্টর তন্ময় মন্ডল এবং ডক্টর সংগীতা নায়ার ম্যাডাম । ১৩০ জন অসহায় মানুষ কে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। জলডোবরা নাগরিক কল্যাণ মঞ্চের এটি ছিল দ্বিতীয় বর্ষ কর্মসূচি।