তেলিয়ামুড়া: গাড়ির ধাক্কায় আহত এক পথচারী, ঘটনা অম্পি চৌমুনী এলাকায়। পুলিশ গাড়িসহ গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে আসে
বুধবার সকাল আনুমানিক দশ ঘটিকায় অম্পি চৌমুনী এলাকায় একটি ওয়েগনার গাড়ির ধাক্কায় আহত হয় এক পথচারী। পরে পুলিশ গাড়িসহ গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে আসে এবং চালকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়।