ময়ূরেশ্বর ২: শোভাযাত্রার মধ্য দিয়ে দাসপলসাই অন্নপূর্ণা প্রতিমা নিরঞ্জনের আয়োজন
শোভা যাত্রার মধ্য দিয়ে অন্নপূর্ণা প্রতিমা নিরঞ্জনের আয়োজন করা হলো দাসপলসা গ্রামে। আজ রাতে সেই চিত্র উঠে এলো দাসপলসা থেকে। মূলত প্রত্যেক বছরের মত এ বছরও নবান্ন উৎসবকে কেন্দ্র করে অন্নপূর্ণা পূজোর আয়োজন করা হয়েছিল গতকাল আর আজ রাতে শোভা যাত্রার মধ্য দিয়ে অন্নপূর্ণা প্রতিমা নিরঞ্জন এর আয়োজন করা হলো আর সেই চিত্র উঠে গেল আমাদের নিউজ এর ক্যামেরায়।