পিয়ালী খোলাঘাটা র বাসিন্দা বছর বাইশ এর রাহুল পুঁই কাজ করত হারালে র কারখানায়। বর্তমানে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সে। বাবা মা নেই। বৃদ্ধা ঠাকুমা জানান, কয়েকদিন হল কাজে ঢুকেছিল। সকালে রোজকার মত কাজে বেরিয়ে যায়। তারপর খবর পান দুর্ঘটনা ঘটেছে। ওই এলাকায় বহু যুবক এমনকি নাবালকেরাও বাজি কারখানায় কাজ যায়। বাসিন্দারা জানান, এলাকায় কাজ নেই।