ভোররাতে তিনটি দলছুট হাতির তাণ্ডবে পাঁচ থেকে ছয় বিঘা জমির আলু তছনছ করল দলছুট হাতি,ঘটনায় আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় রেঞ্জের বান্দরীশোল এলাকায়,বর্তমানে ওই হাতির দলটি বাকিশোল ও পিটলির জঙ্গলের প্রবেশ করেছ বলে মঙ্গলবার সকালে সতর্কতা জারি করেছে বনদপ্তর।অন্যদিকে ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে।পাশাপাশি হাতিগুলির গতিবিধির উপর নজর রেখেছে বনদপ্তরের কর্মীরা।