রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের দশ লক্ষ টাকায় কাজ শুরু চাঁচল ১ ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের নৈকান্দায়। রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে কাজের শিলান্যাস করেন মালদহ জেলাপরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন। উপস্থিত ছিলেন চাঁচল ১ পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি অশোক সাহা, সমাস তাবরেজ সহ অন্যান্যরা। দশ লক্ষ টাকায় সীমানা প্রাচীর,আলো,নিকাশি ব্যবস্থা ও কমিউনিটি শেড করা হবে কাজের শিলান্যাসে খুশি বাসিন্দারা।