বাহিন গ্রাম পঞ্চায়েতের সদস্যদের মধ্যে নিজের ৪ বছর ৮ মাসের কাজের খতিয়ান পুস্তিকা আকারে পেশ করলো রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী৷ মঙ্গলবার বিকালে এমন তথ্য নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন বিধায়ক। তিনি জানান, নিজের রিপোর্ট কার্ডে তিনি রায়গঞ্জ বিধানসভার উন্নয়ন সহ বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষয়কেও উল্লেখ করেছেন। তার কথায় এই কর্মসুচী শুধু নিজের কাজের হিসাব দেওয়ার জন্য নয়। বরং গণতান্ত্রিক জবাবদিহির এক উজ্জ্বল উদাহরণ।