খোয়াই: বারবিল এলাকায় অভিযান চালিয়ে গাজা পাচার কিংবা বিক্রির সঙ্গে যুক্ত দুজনকে সন্দেহজনক ভাবে আটক
Khowai, Khowai | Dec 1, 2025 বারবিল এলাকায় অভিযান চালিয়ে গাজা পাচার কিংবা বিক্রির সঙ্গে যুক্ত দুজনকে সন্দেহজনক ভাবে আটক এদিন দুপুর একটা নাগাদ সুভাষ পার্ক আউটপুষ্টের পুলিশ কর্মীরা দুজনকে আটক করতে সক্ষম হয়। তাদেরকে পরবর্তীতে নিয়ে আসা হয় সুভাষ পার্ক আউট পোস্টে। সেখানে তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। জানা যায় লিটন দেববর্মা এবং শ্রীমন রুপিণী নামে দুজনকে আটক করেছে পুলিশ।