বাবার সম্পত্তির দাবিতে চাচা ও জেঠুর বাড়ির সামনে ধরনায় বসেন এক যুবক। ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের ভাঐর থানা গ্রাম পঞ্চায়েতের কুর্শামারী এলাকায়। রবিবার জমির দলিল হাতে চাচা মহাবুল ও জেঠু মহাসিনের বাড়ির সামনে ধরনায় বসেন লিটেল মিঞা।তাঁর অভিযোগ, বাবার নামে থাকা প্রায় ১২ শতক জমি চাচা ও জেঠু দখল করে রেখেছেন। সেই জমি ফিরে পেতে তিনি ধরনায় বসেছেন।