বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা ঝড়খালি বাউল ফকির উৎসব অনুষ্ঠান আয়োজিত হল।বাসন্তী ব্লকে ঝড়খালী দক্ষিণ ২৪ পরগনা উপস্থিত ছিলেন ঝড়খালি থানা ওসি এবং শিক্ষক অমল নায়েক, রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে বাউল শিল্পীরা আসেন ঝড়খালি বাউল ফকির উৎসবে। দশটার সময় সেই ছবি ধরা পরল পাবলিক অ্যাপ ক্যামেরায়।