হাবড়া ২: মানিকতলা এলাকায় আহত বি এল ওকে দেখতে আসলেন বিধায়ক নারায়ন গোস্বামী
কাজের চাপে পড়ে গিয়ে পা ভেঙে গেছিল অশোকনগর মানিকতলা এলাকার এই বি এল ওর, বৃহস্পতিবার অসুস্থ বিএল ওকে দেখতে তার বাড়িতে আসেন অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ন গোস্বামী এছাড়া উপস্থিত ছিলেন চেয়ারম্যান সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব