আর মাত্র কয়েক ঘন্টা, রাত 12 টা বাজার সঙ্গে সঙ্গেই যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিনের আনন্দে মেতে উঠবে গোটা বিশ্ব। আর বড় দিন উপলক্ষে সেজে উঠেছে চাকদা, রানাঘাট সহ বিভিন্ন এলাকার চার্চ গুলি। লাইট ফুল দিয়ে ওঠা চার্চ এর সৌন্দর্য্য উপভোগ করতে বড়দিনের আগে বুধবার থেকেই বিভিন্ন চার্চ গুলিতে দেখা গেলো উৎসাহী মানুষের ভিড়। বুধবার রাতে আনুমানিক 8 টা নাগাদ এমনই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়।