অভিভাবক বিহীন মৃতদেহ নিয়ে মাঝেমধ্যেই বিপাকে পড়তে হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষকে এমনটাই জানালেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সুপার পরিতোষ মন্ডল শুক্রবার বিকেল তিনটে নাগাদ। অনেকেই রাস্তা থেকে তুলে এনে নিজেকে অভিভাবক পরিচয় দিয়ে হাসপাতালে রোগী ভর্তি করেন। পরবর্তী সময়ে রোগী মারা গেলে ফোন করলেও তাদের পাওয়া যায় না এর ফলে বিপাকে পড়তে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। এছাড়া বে ওয়ারিশ লাশ থাকার দরুন সেগুলিকে সংরক্ষণ করতে হয় মর্গে ফ্রিজে।