আরামবাগ: চুরি করতে ঢুকে দোকানের মধ্যেই বসে খেল মদ, জল,চাট,সিগারেট,শীতের রাতে আজব চুরি আরামবাগে
শীতের রাতে অভিনব কাণ্ড! চুরি করতে এসে দোকানের মধ্যেই বসে রীতিমতো পার্টি চালালেন এক চোর।সোমবার গভীর রাতে আরামবাগের গৌরহাটি মোড় এলাকায় একটি পান–বিড়ির দোকানে ছাউনি কেটে ঢোকার চেষ্টা করেন ওই চোর।ভিতরে ঢুকে প্রথমে মদের বোতল খুলে শরীর গরম করেন,তারপর জল,সিগারেট, গুটখা—সবকিছু নিশ্চিন্তে উপভোগ করেন।মঙ্গলবার দোকান খুলে হতবাক দোকানদার জানতে পারেন,নগদ ও সিগারেট নিয়ে চম্পট দিয়েছেন চোর।